'কালিদাস বৈদ্যের বই নিয়ে আলোচনা প্রয়োজন'

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুলস্নাহ চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, দেশে 'মুজিববর্ষ' পালিত হচ্ছে। আমি খুবই আনন্দিত। তিনি আরও বলেন, অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে যে, ১৯৬৫ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমার পরিচিত ব্যক্তি ভারতীয় লেখক ডা. কালিদাস বৈদ্য 'বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব' নামে একটি বই লিখেছেন। বইটি বঙ্গবন্ধুর সমস্ত কীর্তিকে মস্নান করে দিয়েছে এবং মুজিববর্ষের ওপর কালিমা লেপন করে যাচ্ছে। বইটি খোলা বাজারে, ফেসবুকে এবং ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। বইটি ইংরেজিতে ইধহমষধফবংয খরনবৎধঃরড়হ ধিৎ : ঝযবরশয গঁলরন নবযরহফ :যব ংপবহব নামে খোলা বাজারে পাওয়া যাচ্ছে। আমি এই বই জনসমুক্ষে আলোচনা হওয়া প্রয়োজন। আমি আশা করি সরকার বইটির বক্তব্যের ওপর একটি গ্রহণ যোগ্য সুন্দর, সহনশীল ব্যাখা দিবেন এবং দেশের বুদ্ধিজীবীরা ও সুশীল সমাজ বইটির ওপর তাদের মতামত পেশ করবেন। আমি জাতীয় সংসদের সব সদস্যের প্রতি আহ্বান করি যে, বইটি জাতীয় সংসদে উত্থাপন করুন, আলোচনা করুন এবং নিন্দা প্রস্তাব গ্রহণ করুন। বিজ্ঞপ্তি