সীমান্ত হত্যা বন্ধে বিজিবির সমন্বিত ও বিশেষ উদ্যোগ

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
গত ২৩ মে থেকে অদ্যাবধি সিলেট জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী জনসাধারণ গরু ও সুপারি চোরাচালান, আনারস, কাঁঠাল চুরি ইত্যাদি কারণে অবৈধভাবে এবং অসৎ উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গমনাগমনের মাত্রা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। বিগত ৩ মাসে এ জাতীয় অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধের দরুন ভারতীয় খাসিয়া নাগরিক এবং বিএসএফের গুলির আঘাতে উলিস্নখিত সীমান্তবর্তী এলাকার মোট ৮ জন আহত এবং ৪ জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আভিযানিক দায়িত্ব তথা জনসচেতনতামূলক কর্মকান্ড এবং টহলদারি ছাড়াও নিম্নোক্ত ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজ্ঞপ্তি