দুই ভাইসহ সড়কে প্রাণ গেল ১৩ জনের

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার -যাযাদি
দেশের ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ১৩ জন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ও সোমবার ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে দুই ভাইসহ ৫ জন, দিনাজপুরের বীরগঞ্জে ৫ জন, ঢাকার সাভারে ১ জন, টাঙ্গাইলে ১ জন এবং ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর : ময়মনসিংহ : জেলার ভালুকা ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া তেপান্তর শুটিং স্পটের সামনে একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুই ভাই নিহত হন। আহত হন তাদের বাবা, মা ও চাচা। ভালুকায় নিহতরা হলেন- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কলবান্দা গ্রামের মুঞ্জুর মোর্শেদের দুই ছেলে জয় মোর্শেদ তুষার (৩২) ও জাবের মোর্শেদ আকাশ (৩০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুঞ্জুর মোর্শেদ, তার স্ত্রী ও তার ভাই। অপরদিকে, রোববার (৫ জুলাই) রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইল মেরেঙ্গা চকমতি এলাকায় ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। নান্দাইলে নিহতরা হলেন- উপজেলার সিংরাইল ইউনিয়নের ফাইজুল মিয়ার ছেলে অটোরিকশা চালক হানিফ মিয়া (২২), যাত্রী কেন্দুয়া উপজেলার রমজান আলীর ছেলে নয়ন মিয়া ও রেনু মিয়ার ছেলে আরিফ মিয়া (২৫)। নান্দাইল হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক জানান, অটোরিকশার চালক হানিফ মিয়া রোববার রাতে কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে নান্দাইল আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রম্নতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক হানিফ মিয়া ও যাত্রী আরিফ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশার যাত্রী নয়ন মিয়া। তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে তারও মৃতু্য হয়। দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিআরটিসি বাসের চাপায় চার্জার ভ্যানের ৫ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার পচিশ মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল গনীর ছেলে আবুল হোসেন (৫০), তার স্ত্রী আসমা বেগম (৪৫), একই গ্রামের সোহান হোসেনের মেয়ে লামিয়া (৮), বীরগঞ্জ উপজেলার ভাবকী গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী নাসরিন বেগম (৫০) ও তার মেয়ে রুপা (৮)। নিহতরা সবাই একে অপরের আত্মীয়। ভ্যানযোগে তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ২৫ মাইল বাজারে পঞ্চগড় থেকে রংপুরগামী একটি বিআরটিসির বাসের চাকা পাংচার হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত চার্জার ভ্যানকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে ১ জন মারা যান। এছাড়া চার্জার ভ্যানের অপর ২ জন আরোহীকে আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বিআরটিসি বাসটি চার্জার ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি গাছ গিয়ে ধাক্কা দেয়। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। এখনও উদ্ধার কাজ চলছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিহাব দেওয়ান নামের (২২) এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার রাতে বাইপাইল আব্দুলস্নাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত কলেজশিক্ষার্থী জিরাবো পশ্চিমপাড়া এলাকার মৃত আন্নু দেওয়ানের ছেলে। তিনি আশুলিয়ার টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শিহাব। এ সময় বাইপাইল আব্দুলস্নাহপুর মহাসড়কের জিরাবো ডাক্তারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাইপাইল থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহণ ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত উভয় যানের সাথেই পর্যায়ক্রমে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যান ওই শিক্ষার্থী। এ সময় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাই?লের কর?টিয়া হাটবাইপাস এলাকায় রোববার বিকালে ট্রাকের ধাক্কায় এনামুল হক সুমন (২৫) নামে এক মোটরসাই?কেল চালকের মৃতু্য হয়েছে। নিহত এনামুল হক সুমন ঢাকার আশু?লিয়া এলাকার ইসলামনগর গ্রামের লেহাজ উদ্দিনের ছে?লে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, ঢাকার আশুলিয়া থেকে ছে?ড়ে আসা দেলদুয়া?রের পাথরাইলগামী একটি মোটরসাইকেল? মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় পৌঁছা?লে বিপরীত দিক থে?কে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এ?তে ঘটনাস্থ?লেই মোটরসাই?কে?লের চালক নিহত হন। মোটরসাই?কে?লে থাকা অপর আরোহী জহিরুল ইসলাম গুরুতর আহত হন। তা?কে উদ্ধার ক?রে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হ?য়ে?ছে। ব্রাহ্মণবাড়িয়া:ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় মোঃ রবিউলস্নাহ-(৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বারঘরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউলস্নাহর বাড়ি নবীনগর উপজেলায়। তিনি কাপড়ের ব্যবসা করতেন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম মনিরুজ্জামান জানান, সোমবার দুপুরে সিলেটগামী মাছবাহী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা কাপড়বাহী একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে কাপড় ব্যবসায়ী রবিউলস্নাহসহ ৮জন আহত হন। আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিউলস্নাহ মারা যান।