কুষ্টিয়ায় আ'লীগের দুই গ্রম্নপের সংঘর্ষে নিহত ১

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ০০:০০

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজারে সোমবার সকালে আওয়ামী লীগের দুই গ্রম্নপের সংঘর্ষে একজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রম্নপের সংঘর্ষ বাধে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পান্টির সান্দিয়ারা বাজার দখলকে কেন্দ্র করে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজাপুর গ্রামের শামীউর রহমান সুমন গ্রম্নপ ও ডাশাবাড়ি গ্রামের মামুন গ্রম্নপের মধ্যে সোমবার সকালে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় সংঘর্ষে লিপ্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের ওপরও হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়। গুলিতে আওয়ামী লীগকর্মী রাজাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে বেলাল নিহত হন। এ ঘটনায় পুলিশের ৬ সদস্যসহ অর্ধ শতাধিক আহত হয়েছেন। এ ব্যাপারে কুমারখালী থানার ওসি মজিবর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে বেলাল। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। রাবার বুলেটে মৃতু্য হওয়ার কথা নয়। ভয়ে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। ময়নাতদন্ত শেষে বোঝা যাবে কীভাবে মৃতু্য হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের গুলিতে আওয়ামী লীগকর্মী নিহত হওয়া দুঃখজনক। তিনি দোষী ব্যক্তিদের বিচার দাবি করেন।