সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সোফায় বসেই প্যারাগস্নাইডিং! যাযাদি ডেস্ক প্যারাগস্নাইডিংয়ের বিভিন্ন ভিডিও সাম্প্রতিককালে বেশ জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পস্ন্যাটফর্মে। সম্প্রতি তুরস্কের এক ব্যক্তির প্যারাগস্নাইডিংয়ের ভিডিও দেখে চমকে গিয়েছে নেটদুনিয়া। প্যারাশুটের মাধ্যমে আকাশে ভাসমান অবস্থায় তুরস্কের এই ব্যক্তি যা করেছেন, তা অবাক করেছে নেটাগরিকদের। তুরস্কের ওই প্যারাগস্নাইডারের নাম হাসান কাভাল। সোফায় পায়ের ওপর পা তুলে বসে প্যারাগস্নাইডিং করতে দেখা যায় তাকে। শুধু তা-ই নয়, সোফার পাশাপাশি একটি টিভি নিয়ে উড়তে উঠেছিলেন আকাশে। ভিডিওতে দেখা যাচ্ছে সোফার পাশে লাগানো রয়েছে ল্যাম্প, সামনে রয়েছে টিভি। এবার আকাশে ভাসা শুরু হতেই জুতো খুলে চটি পরে নিলেন তিনি। এরপর টিভি চালিয়ে শুরু করলেন চিপস খাওয়া। উড়তে উড়তে কয়েকটি সেলফিও তুলে নিয়েছেন তিনি। এরপর মনের আনন্দে পরিক্রমা সেরে ফিরে এলেন মাটিতে। সূত্র :আনন্দবাজার পত্রিকা। ঢাকায় স্থাপিত হচ্ছে সাইবার থানা যাযাদি রিপোর্ট রাজধানী ঢাকায় স্থাপিত হচ্ছে সাইবার থানা। তবে সারা দেশের ভুক্তভোগীরা অনলাইনের মাধ্য এ থানায় অভিযোগ দায়ের করতে পারবেন। সোমবার রাজধানীর মালিবাগের কার্যালয়ে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর এসব তথ্য জানান। তিনি বলেন, 'সিআইডি একটি সাইবার থানা স্থাপন করবে। ঢাকায় থানাটি স্থাপন করা হলেও সারা দেশ থেকে ভুক্তভোগীরা অনলাইনে এই থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।' সিআইডিপ্রধান বলেন, 'সিআইডির তদন্তকে আগের চেয়ে গতিশীল করার কাজ চলছে। এর আগে মামলাগুলোর ক্ষেত্রে ৬০ বা ৭০ শতাংশ মৌখিক স্বীকারোক্তির ওপর নির্ভর করতে হতো সিআইডিকে। কিন্তু এখন ৬০ থেকে ৭০ শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে।' দেওয়ালচাপায় স্কুলছাত্রীর মৃতু্য মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় দেওয়ালচাপা পড়ে রানী (৯) নামে এক স্কুলছাত্রীর মৃতু্য হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কসবা মান্দা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রানী (৯) উপজেলার ১নং ভারশোঁ ইউপির কসবা মান্দা গ্রামের আব্দুস সালামের মেয়ে এবং আলালপুর হাজী শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রানী পরিত্যক্ত একটি ধানভাঙা মিলের পাশে টয়লেটে যায়। এ সময় ওই মিলের মাটির দেয়াল রানীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই রানী মারা যায়। বিদু্যৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃতু্য কাউনিয়া (রংপুর) প্রতিনিধি রংপুরের কাউনিয়ায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে বেলস্নাল হোসেন (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃতু্য হয়েছে। সোমবার সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত বেলস্নাল হোসেন ওই গ্রামের জরিফ উদ্দিনের ছেলে। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, উপজেলার নিজদর্পা গ্রামে বারেক মিয়া বাড়ি থেকে বিদু্যতের তার ধানক্ষেতের মাঝ দিয়ে মাটিতে বিছিয়ে পুকুরে আলোর ব্যবস্থা করে। সোমবার সকাল সাড়ে ৮টায় কৃষিশ্রমিক বেলস্নাল হোসেন ওই ধানক্ষেতে কীটনাশক স্প্রে করার সময় মাটিতে পড়ে থাকা বিদু্যতের তারে জড়িয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।