সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কোবরা হাতে ফাগু ওঁরাও
বাড়ির উঠানে 'মৃতু্যদূত'! যাযাদি ডেস্ক রাতের খাবার তৈরির জন্য জ্বালানি জোগাড় করতে গিয়ে সাক্ষাৎ মৃতু্যর মুখোমুখি হয়েছেন ভারতের ময়নাগুড়ির রামশাই এলাকার বাসিন্দা ফাগু ওঁরাও। অঝোরে বৃষ্টি হচ্ছিল। রাতের রান্নার জন্য বাড়ির উঠানে মজুত করা জ্বালানি কাঠ আনতে গিয়েছিলেন ফাগু ওঁরাও। কাঠ নাড়াচাড়া করতেই ফোঁস করে ফণা তোলে ১৪ ফুটের একটি কিং কোবরা। এটি দেখে ফাগু কাঠ ফেলে এক ছুটে ঘরে ঢুকে দরজা আটকে বসেন। ফোন করেন রামশাই রেঞ্জ অফিসে। খবর পেয়ে রেঞ্জ অফিস থেকে যোগাযোগ করে ময়নাগুড়ির নন্দু রায়ের সঙ্গে। নন্দু রায় তার টিম নিয়ে চলে যান ফাগুর বাড়িতে। তুমুল বৃষ্টি মাথায় করে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় অবশেষে খাঁচাবন্দি করা হয় কিং কোবরাকে। ১৪ ফুট লম্বা কিং কোবরা দেখার জন্য বৃষ্টির মধ্যেও ভিড় জমে যায়। বিশালাকার সাপ ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ির রামশাই এলাকায়। সূত্র : জি নিউজ রাজধানীর ভাষানটেকে কিশোরীর আত্মহত্যা যাযাদি রিপোর্ট রাজধানীর ভাষানটেকে একটি বাসা থেকে নুন্নাহার (১২) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিরপুর-১৪ নম্বর সেকশনের বাগানবাড়ি বস্তির নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ভোলার চরফ্যাশন উপজেলার মুক্তচর মঙ্গল গ্রামের আব্দুর রহমানের মেয়ে নুন্নাহার। পরিবারের সঙ্গে বাগানবাড়ির বস্তিতে নিজেদের বাড়িতে থাকত। ভাষানটেক থানার ওসি সাব্বির আহমেদ জানান, 'নুন্নাহার নামে ওই কিশোরী বাসায়ই থাকত। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। তবে গলায় ফাঁস দেওয়ার কারণ জানাতে পারেনি স্বজনরা। ময়নাতদন্তের পরই মৃতু্যর কারণ নিশ্চিত হওয়া যাবে।' গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের পারসুন্দইল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় ছিল। দুই-তিন দিন আগে তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নদীতে ভাসছিল যুবকের লাশ পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চরঝিকড়ী এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ (৩৮) উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা পদ্মা নদীতে ওই লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।