বিএসএমএমইউ না পারলে আইসিডিডিআর,বির কাছে যাবে গণস্বাস্থ্য

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
কন্ট্রাক্ট রিসার্চ সংগঠন (সিআরও) হিসেবে ইতোমধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের কার্যকারিতা পরীক্ষা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। তবে বিএসএমএমইউয়ের দেওয়া প্রতিবেদনকে ভিত্তি করে গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের নিবন্ধন দেয়নি ঔষধ প্রশাসন অধিদপ্তর। সম্প্রতি ঔষধ প্রশাসন আবারও গণস্বাস্থ্যকে তাদের কিটের কার্যকারিতা পরীক্ষা করতে বলেছে। এবারও বিএসএমএমইউকে সিআরও প্রতিষ্ঠান হিসেবে কিটের কার্যকারিতা যাচাইয়ের আবেদন জানাবে গণস্বাস্থ্য। বিএসএমএমইউ করতে না পারলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) কাছে কিটের কার্যকারিতা যাচাইয়ের জন্য যাবে গণস্বাস্থ্য কেন্দ্র। সোমবার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও কোভিড-১৯ ডট বস্নট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উলস্নাহ খোন্দকার এ তথ্য জানিয়েছেন। মুহিব উলস্নাহ খোন্দকার বলেন, 'ঔষধ প্রশাসন অ্যান্টিবডি কিটের উন্নত সংস্করণ বিষয়ে বিদ্যমান সরকারি নিয়মে আবার সিআরওর মাধ্যমে এফডিএ আমব্রেলা গাইডলাইন অনুসরণ করে এক্সটারনাল ভ্যালিডেশন করতে বলেছে। সেই নিয়মে পরীক্ষা করার জন্য আমরা বর্তমান সিআরও বিএসএমএমইউকে জানাব। বিএসএমএমইউ করতে না পারলে আমরা আইসিডিডিআর,বিতে যাব।' বর্তমানে অ্যান্টিজেন্ট কিটের অনুমোদনের বিষয়ে কোনো নীতিমালা নেই উলেস্নখ করে মুহিব উলস্নাহ খোন্দকার আরও বলেন, 'অ্যান্টিজেন্ট বিষয়ে বর্তমানে কোনো নীতিমালা নেই। বুধবার নীতিমালা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঔষধ প্রশাসন আমাদেরকে যুক্তরাষ্ট্রের ঔষধ প্রশাসনের মতো একটি ফরম্যাট পাঠাবে। ওটা অনুযায়ী প্রটোকল আপডেট করে জমা দিতে বলেছে ঔষধ প্রশাসন।'