গ্যাস, বিদু্যৎ ও পানির বিলে দিশাহারাবেকারি মালিকরা

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির কার্যালয়ে সোমবার বেলা ১১টায় সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে 'গ্যাস, বিদু্যৎ ও পানির বিলের সমস্যা' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমিতির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল হক রেজু, প্রথম সহ-সভাপতি হাজি মো. আবদুল হান্নান মিয়া, সহ-সভাপতি গোলাম ফারুক তালুকদার, সহ-সভাপতি হাজি আওলাদ হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজি মো. সহিদুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম খাঁন বাবু। সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে আমাদের বেকারি কারখানাগুলো মার্চ হতে অদ্যাবধি বন্ধ রয়েছে। বর্তমানে কিছু কারখানা খোলা রাখা হলেও লোকসান গুনতে গুনতে দিশাহারা বেকারি মালিকরা। তারা আরও বলেন, প্রতিটি বেকারি কারখানায় ৪-৫ মাসের বকেয়া গ্যাস বিল, বিদু্যৎ বিল, পানির বিল এবং কারখানার ভাড়া জমা পড়ে আছে। যা পুঁজি হারিয়ে অর্থ সংকটের কারণে বেকারি কারখানার মালিকদের পক্ষে বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বেকারি মালিকরা মার্চ হতে জুন পর্যন্ত চার মাসের বকেয়া মোট বিলের অর্ধেক মওকুফ করে বাকি বিল আগামী ৬ মাসের বিলের সঙ্গে সমন্বয় করার জন্য অনুরোধ জানান। বিজ্ঞপ্তি