টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাসামগ্রী প্রদান নৌবাহিনীর

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
করোনা মোকাবিলায় টুঙ্গিপাড়ার ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স এবং মা ও শিশু হাসপাতালে জীবাণুনাশক চেম্বার স্প্রে মেশিন, ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, স্যানিটাইজার, নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন জীবাণুনাশক সামগ্রী প্রদান করেছে নৌবাহিনী। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপেস্নক্স এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে নিরাপত্তা ও জীবাণুনাশক সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার হাসপাতাল এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছে খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা এসব সামগ্রী হস্তান্তর করেন। উলেস্নখ্য, করোনাভাইরাস রোধে শুরু থেকেই দেশের উপকূলীয় এলাকায় নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। আইএসপিআর