পবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ভাইস-চ্যান্সেলরের পক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাইকে কাজ করার আহ্বান জানান।