করোনা বিরতির পর মালি মিশনে সেনাবাহিনীর রোটেশন শুরু

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সমগ্র বিশ্বে চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত ৪ মাস ধরে অন্যান্য দেশের মতো বাংলাদেশি শান্তিরক্ষীদের রোটেশন কার্যক্রমও স্থগিত ছিল। ফলে শান্তিরক্ষীদের পর্যায়ক্রমিক মিশন এলাকায় প্রেরণ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ডিসেম্বর পর্যন্ত একটি সময়োপযোগী নির্দেশিকা প্রদান করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী এই নির্দেশনা অনুসরণ করে দ্রম্নত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করায় চলমান সীমাবদ্ধতা অতিক্রম করে আবারও নিয়মিত রোটেশন শুরু করা সম্ভব হয়েছে। এ প্রেক্ষিতে বুধবার মিনুসমা (মালি) মিশনের প্রথম রোটেশন ফ্লাইটে ইথিওপিয়ান এয়ারলাইন্স-এর বোয়িং ৭৬৭-৩০০ ঊজ যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ৩টি কন্টিনজেন্টের ২৯ জন অফিসার, ১০ জন জেসিও এবং ৯২ জন অন্যান্য পদবীসহ সর্বমোট ১৩১ জনের প্রথম দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মালির উদ্দেশ্যে যাত্রা করেছে। আইএসপিআর