করোনায় এলজিইডি'র ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৬২

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এ সারাদেশে কোভিড-১৯-এ বুধবার পর্যন্ত ৬২ জন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মচারী আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্য থেকে ৮ জন মৃতু্যবরণ করেন। মৃতু্যর তালিকায় একজন নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান। কোভিড-১৯-এ আক্রান্তদের দেশের বিভিন্ন হাসপাতালে ও বাসায় থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলজিইডি কর্তৃপক্ষকে আক্রান্তদের পাশে থেকে চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নিতে নির্দেশ দিয়েছেন এলজিইডি'র প্রধান প্রকৌশলী। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশ মোতাবেক এলজিইডির সারাদেশে উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি