সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বিরল অস্ত্রোপচারে বাঁচল যমজ যাযাদি ডেস্ক দুই বছরের যমজ শিশুদের অস্ত্রোপচার হয়েছে গত ৫ জুন। এক মাস পর্যবেক্ষণের পর অবশেষে ইতালির ডাক্তাররা জানালেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে নিয়ে আসা শিশু দুটি এখন ভালো আছে। তবে আরও কিছুদিন হেলমেট পরে থাকতে হবে তাদের। এমন অস্ত্রোপচার ইতালিতে আগে কখনো হয়নি। এরভিনা আর প্রেফিনার মাথা জন্মের সময় থেকেই একসঙ্গে লাগানো। মাথা লাগানো যমজ শিশু অনেক হলেও ওদের মতো তালুর ওপরের দিকে জোড়া লাগানো শিশু হয় কুড়ি লাখে বড়জোর একটি। এরভিনা আর প্রেফিনার মাথা এমনভাবে লেগে ছিল যে ওদের কিছু শিরাও কাটতে হয়েছে। একটু এদিক-সেদিক হলেই বিপদ অনিবার্য। তাই ভ্যাটিকানের মালিকানাধীন হাসপাতালে গত ৫ জুন ১৮ ঘণ্টা টান টান উত্তেজনা ছিল গেসু পেড্রিয়াটিক হাসপাতালে। অস্ত্রোপচারে অংশ নিয়েছেন ৩০ জন চিকিৎসক। ভবন থেকে পড়ে শ্রমিকের মৃতু্য যাযাদি রিপোর্ট রাজধানীর টিকাটুলিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিজান (১৭) নামের এক শ্রমিকের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভবন থেকে পড়ে যাওয়ার পর গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টিকাটুলির আরকে মিশন রোডের জার্মান টাওয়ারের পাশে একটি নির্মাণাধীন ১১ তলা ভবনের ছাদে কাজ করছিল তারা। সেখান থেকে পা পিছলে পড়ে যায় মিজান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর সড়কে রিকশাচালক নিহত যাযাদি রিপোর্ট রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের পাশে বিজয় সরণি মোড়ে সড়ক দুর্ঘটনায় মোকছেদুল ইসলাম (২৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন। নিহত মোকছেদুল ইসলাম নীলফামারী ডিমলা উপজেলার দক্ষিণ ধুনাগাছা গ্রামের মুসা মাহমুদের ছেলে এবং পূর্ব নাখালপাড়া লেচুবাগান এলাকায় থাকতেন তিনি। তার স্ত্রী ও তিন মেয়ে গ্রামে থাকে।