নৌ-নীতিমালা অনুযায়ী জাহাজ পরিচালনার দাবি ডবিস্নউটিসির

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
নৌ-নীতিমালা অনুযায়ী সমস্ত জাহাজ পরিচালনা করা ৬ দফা দাবি জানিয়েছে ওয়ার্টার ট্রান্সপোর্ট সেল (ডবিস্নউটিসি)। বৃহস্পতিবার সংস্থাটির বিজয়নগরস্থ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডবিস্নউটিসির আহ্বায়ক নূরুল হক এসব দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, 'করোনাকালে চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য পরিবহণে সিরিয়ালবিহীন জাহাজ চলার কারণে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। কোনো কোনো জাহাজ মাসে ৫-৬টি ট্রিপ পায় আর কেউ কেউ দুই মাসেও ট্রিপ পায় না। সরকার ২০১৩ সালের ৮ জুলাই পণ্যবাহী জাহাজ চলাচলের নীতিমালা গেজেট প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী চলা জাহাজের মালিক শ্রমিকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারছে না। অনেকে জাহাজ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এমতাবস্থায় জাহাজ মালিক ও শ্রমিকদের বাঁচাতে তারা ৬ দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে ডবিস্নউটিসি নীতিমালা অনুযায়ী জাহাজ চালানো, অবৈধ বালুবাহী বাল্কহেড বন্ধ করা, শ্রমিকদের সিরিয়ালবিহীন জাহাজ চালানো বন্ধ করা, ফ্যাক্টরি মালিকদের আমদানিকৃত পণ্যের ৫০ শতাংশ গেজেট মোতাবেক ডবিস্নউটিসির সিরিয়ালভুক্ত জাহাজে পরিবহণ করা ও নৌপথে পণ্য পরিবহণের স্বার্থে অতিসত্বর ড্রেজিংয়ের ব্যবস্থা করা। নূরুল হক আরও বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে এই সেক্টরে অচলাবস্থা ও নৈরাজ্য দেখা দিবে এবং তার দায় ডবিস্নউটিসি নেবে না। এসময় আরও উপস্থিত ছিলেন ডবিস্নউটিসির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জী এম সারোয়ার।