বিএসটিআইয়ের মোবাইল কোর্ট নকল কসমেটিকস জব্দ

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলিফুল, কুমারিকা, ডাবর ভাটিকা আমলাসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ১ কোটি টাকা মূল্যের নকল কসমেটিকস জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। রাজধানীর বংশাল এলাকায় বিএসটিআই মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করে। বুধবার বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর বংশাল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কসমেটিকস পণ্য নকল করে বিক্রি করায় বংশালের মো. মামুন মিয়ার (পিতা- মৃত মফিজুল ইসলাম) কারখানায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় কারখানার মালিক মো. মামুন মিয়াকে গ্রেপ্তার করে তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের ফিল্ড অফিসার রাশেদ আল মামুন বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করেন। বিজ্ঞপ্তি