সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সেঙ্গামালাম
ববকাট চুলে সুন্দরী হাতি যাযাদি ডেস্ক ভারতের তামিলনাড়ুর জনপ্রিয় হাতি 'সেঙ্গামালাম'। তার জনপ্রিয়তার কারণ স্টাইলিস্ট ববকাট চুল। মান্নারগুড়ি শহরের রাজগোপালাস্বামী মন্দিরে থাকে সে। বব-কাট হেয়ারস্টাইলের কারণে ইন্টারনেটেও বেশ জনপ্রিয় সে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, একদিন আগে বন কর্মকর্তা সুধা রামেন হাতিটির ছবি টুইটারে দেওয়ার পর 'ববকাট সেঙ্গামালাম' আবারও মানুষের নজর কাড়ে। ২০০৩ সালে সেঙ্গামালামকে কেরালা থেকে তামিলনাড়ুতে নিয়ে আসেন তার মাহুত এস রাজাগোপাল। তিনিই হাতিটির চুল এভাবে কেটেছেন এবং নিয়মিত তার চুলের পরিচর্যাও করেন। ববকাট চুলের সুন্দরী হাতিটির ছবি তাই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। তার ছবিতে ১০ হাজারেরও বেশি লাইক পড়েছে। ২০১৮ সালে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজাগোপাল বলেন, 'সেঙ্গামালাম আমার কাছে সন্তানের মতো। আমি চেয়েছিলাম ওর এমন চেহারা হোক যেন, সবার নজর কাড়তে পারে। নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার যাযাদি ডেস্ক নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মেহেদী হাসান (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ডেমরা ফায়ার সার্ভিসের একদল ডুবুরি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ডাক্তারখালী এলাকার শীতলক্ষ্যা থেকে এই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। মৃত মেহেদী হাসান উপজেলার চাঁদপুর জেলার সদর থানার জাহাঙ্গীর প্রধানের ছেলে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম রিয়াজুল হক জানান, মেহেদী হাসান চাঁদপুর থেকে যাত্রাবাড়িতে মামা বিলস্নাল হোসেনের বাড়িতে কাজের সন্ধানে আসেন। পরে বিলস্নাল হোসেন ভাগ্নে মেহেদীকে রূপগঞ্জ উপজেলার ডাক্তারখালি এলাকার একটি কয়েল কারখানায় শ্রমিক হিসেবে কাজ ঠিক করে দেন। শুক্রবার মেহেদী তার সহকর্মী ফারুক, তছলিম, কাশেমের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নিখোঁজ হন। কাঠের গুঁড়ি পড়ে পথচারীর মৃতু্য যাযাদি ডেস্ক যশোরের মনিরামপুরে চলন্ত ট্রাক থেকে কাঠের গুঁড়ি পড়ে কোহিনুর বেগম (৪৫) নামে এক পথচারীর মৃতু্য হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে মনিরামপুর বাজারের এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার দীঘিরপাড় গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হুমায়ুন কবীর বলেন, রাতে ওই নারী ভ্যানে করে যশোরের দিকে যাচ্ছিলেন। একই সময় কাঠবাহী একটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। ভ্যানটি মনিরামপুর বাজারের উত্তর মাথায় পৌঁছুলে চলন্ত ট্রাকের ওপর থেকে ওই নারীর মাথায় কাঠের গুঁড়ি পড়ে। খবর পেয়ে তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার আগেই তার মৃতু্য হয়েছে। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ যাযাদি রিপোর্ট রাজধানীর বনানী সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন দুলাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির সহকর্মী মো. রাকিব হোসেন জানান, তারা সেতু ভবনের দশমতলায় একটি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করেন। দুলাল ওই কোম্পানির স্টোর কিপার ছিলেন। সকালে তিনি সেতু ভবনে ঢোকার জন্য ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রম্নত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি ঝালকাঠিতে। থাকতেন মিরপুর এলাকায়।