শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
সং গ ঠ ন সং বা দ

ইমামুল কবীর শান্তর চেহলাম

নতুনধারা
  ১২ জুলাই ২০২০, ০০:০০

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্তর পরলোকগমনের ৪০ দিন পূর্তিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ, কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাদ-আসর রাজধানীর উত্তরায় ফাউন্ডেশন ভবন ও বিশ্ববিদ্যালয়ের ১নং ভবনে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লি., শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও মরহুমের শোকসন্তপ্ত পরিবার একযোগে এই অনুষ্ঠানের আয়োজন করে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মানুষের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ তানভীর আহমেদ রনী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক গোলাম তৌহীদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. আনজুমান আরা বেগম মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ স্মৃতিচারণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মরহুমের পরিবারবর্গ ও আত্মীয়স্বজন, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ ও দৈনিক আজকের প্রত্যাশাসহ সকল অঙ্গ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উলেস্নখ্য, গত ৩০ মে সকাল ৭টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রথমে হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন ছিলেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে