প্রথম মৃতু্যবার্ষিকী এরশাদের প্রতিকৃতিতে জাতীয় পার্টির শ্রদ্ধা

প্রকাশ | ১৫ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃতু্যবার্ষিকীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে রাজধানী কাকরাইলে জাপার দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত এরশাদের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানান দলের প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। এরপর জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। এসময় বাবলার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, সিনিয়র যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক শারফুদ্দিন আহমেদ শিপু, সাংবাদিক সুজন দে, যুগ্ম-প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান প্রমুখ। পরে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, কৃষক পার্টি, শ্রমিক পার্টি, সার্ক কালচারাল সোসাইটিসহ জাপার বিভিন্ন অঙ্গ ও সহযোগী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকদের সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, প্রয়াত নেতা পলস্নীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ শুধু বাংলাদেশের গণমানুষের নেতা ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি যেমন রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছেন, শুক্রবার সরকারি ছুটি দিয়েছেন ঠিক তেমনি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সরকারি ছুটি ও হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টও গঠন করে এদেশে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করেছিলেন। তার স্বপ্ন ছিল একটি ক্ষুধা-দারিদ্র্য, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমৃতু্য তিনি সেজন্য কাজ করে গেছেন। এদিকে এরশাদের প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জাপার পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলে এবং দিনব্যাপী কোরআন খতমের আয়োজন করা হয়। এছাড়া বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ তার বাসভবনে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ও প্রেসিডেন্ট পার্কে এরশাদ ট্রাস্টের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উলেস্নখ্য, গত বছরের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দিনটিকে শোক দিবস হিসেবে পালন করছে জাপার নেতাকর্মীরা। এদিকে আমাদের রংপুর প্রতিনিধি জানান, রংপুরে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃতু্যবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে রংপুর মহানগরীর দর্শনাস্থ পলস্নী নিবাসের লিচু বাগানে এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিস্তারিত কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অসংখ্য নেতা-কর্মী। সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মঙ্গলবার দুপুরে জাপা'র পৌর কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা জাপা'র সভাপতি আতিয়ার রহমান মুন্সি, সহ-সভাপতি আলহাজ মাহামুদার রহমান বকুল, আইয়ুব আলী সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আবুল হোসেন, উপজেলা কৃষক পার্টির সভাপতি আলম মিয়া, জাপা'র পৌর সভাপতি আব্দুল কাউয়ুম সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মন্ডল মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মঙ্গলবার বাদ জোহর স্থানীয় কেন্দ্রীয় শাহী জামে মসজিদে হুসেইন মুহম্মদ এরশাদের ১ম মৃতু্যবার্ষিকী পালন করা হয়। উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন লাভলু, উপজেলা ছাত্রসংহতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় পার্টির সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, উপজেলা যুবসংহতির নেতা শিশির। এছাড়াও উপজেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাবুগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা যুব সংহতির উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার-এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি সহ-সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল আকন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন রাজ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা যুব সংহিতর সহ-সভাপতি কামরুজ্জামান কবির, জসিম উদ্দিন খান, ইকবাল হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক এনামুল হোসেন কবির, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুন সরদার প্রমুখ। পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে সাবেক রাষ্ট্রপতি পলস্নীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃতু্যবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর পলাশ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ও কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপনের ব্যবস্থাপনায় ঘোড়াশালের টেংগরপাড়া মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ স্বপন, উপজেলা জাপার আহ্বায়ক জাকির হোসেন মৃধা, ঘোড়াশাল পৌর জাপার সাধারণ সম্পাদক সাত্তার খন্দকার, উপজেলা জাপার সহ-সভাপতি আব্বাসউদ্দিন খান তারা মিয়া, সিরাজুল ইসলাম, শরাফত আলী শরত, ডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি মোহাম্মদ আলী, যুবনেতা আলামিন সরকার ও ছাত্রনেতা সুমন মোলস্না প্রমুখ।