ঢাকা ও কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৩

প্রকাশ | ২৫ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব)।র্ যাবের ভাষ্য, তারা মাদকব্যবসায়ী। ইয়াবার চালান নিয়ে ঢাকায় ঢুকছিলেন। নিহত ওই দুই ব্যক্তির নাম ইব্রাহিম খলিল (৪৫) ও ওমর ফারুক (৩৫)। ইব্রাহিমের বাড়ি নরসিংদীর রায়পুরায় আর ওমরের বাড়ি ভোলার চরফ্যাশনে। র?্যাব বলছে, তাদের কাছ থেকে ৩ হাজার ৯০টি ইয়াবা, বিদেশি দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, নয়টি গুলি, তিনটি মুঠোফোন, ১০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায়র্ যাব সদস্য সিপাহি রাসেল আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছের্ যাব। র?্যাব বলছে, ঢাকায় যে কয়জন মাদকব্যবসা নিয়ন্ত্রণ করেন, তাদের মধ্যে ইব্রাহিম খলিল একজন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০১০ সাল থেকে ১৫টি মাদক মামলা রয়েছে। ওমর ফারুক তার সহযোগী। তার বিরুদ্ধেও ১৪টি মাদক মামলা রয়েছে। র্ যাব-১-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটায় দিয়াবাড়ির নৌকাঘাট এলাকায় স্বপ্নতরী বাসের টিকিট কাউন্টারের পাশে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটেছে। উখিয়ায় 'বন্দুকযুদ্ধে' ইউপি সদস্যসহ রোহিঙ্গা নিহত এদিকে আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' উখিয়ার আলোচিত ইউপি সদস্য বখতিয়ারসহ রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে টেকনাফের হ্নীলার ওয়াব্রাংয়ে সৌদি প্রবাসী নুর হোসেনের আকাশমনি বাগানে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫টি দেশীয় তৈরি এলজি, ইয়াবা বিক্রির ১০ লাখ নগদ টাকা, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ। পুলিশের দাবি, তারা দুজনই শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। নিহতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য কুতুপালংয়ের মৃত কালা মিয়ার ছেলে মৌলভী বখতিয়ার (৫৫) ওরফে বখতিয়ার উদ্দিন মেম্বার ও একই এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউছুপ আলীর ছেলে রোহিঙ্গা মো. তাহের (২৭)।