সামান্য বৃষ্টিতেই নিউ মার্কেটে জলাবদ্ধতা, চরম ভোগান্তি

প্রকাশ | ২৯ জুলাই ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
সামান্য বৃষ্টিতেই রাজধানীর নিউ মার্কেটের সামনের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ছবিটি মঙ্গলবার তোলা -যাযাদি

আধা ঘণ্টারও কম সময়ের বৃষ্টিতে মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেটের সামনের রাস্তার দুই পাশের বেশকিছু অংশে জলাবদ্ধতা তৈরি হয়। ঈদ সামনে রেখে যারা দামি জিপগাড়ি, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে শপিং করতে এসেছিলেন, তারা বৃষ্টি শেষে বাইরে বেরিয়ে দেখেন, তাদের অনেকেরই যানবাহনের চাকা পর্যন্ত ডুবে গেছে। তবে এ দৃশ্য নতুন নয়। সামান্য বৃষ্টিতেই রাজধানীর নিউ মার্কেটের সামনের রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে গতকাল বৃষ্টি কম হওয়ায় অন্যান্য সময়ের তুলনায় বেশি জলাবদ্ধতা হয়নি। মঙ্গলবার হঠাৎ করে দুপুর পৌনে একটার দিকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। দুপুর একটার পরে কিছু সময়ের জন্য মুষলধারে বৃষ্টি হয়। ফলে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাটে খানিকটা জলাবদ্ধতা তৈরি হয়। সকাল থেকে ঝলমলে সূর্যের আলো দিয়ে দিনের শুরু হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হয়। সকালবেলার আবহাওয়া ভালো থাকায় অনেকে সঙ্গে ছাতা নিয়ে বের হননি। ফলে হঠাৎ বৃষ্টিতে অনেককেই ভিজে যেতে দেখা যায়। কেউ কেউ রাস্তার পাশে চায়ের দোকানে কিংবা মার্কেটে আশ্রয় নেন। ঈদের আগে হঠাৎ বৃষ্টিতে নিউ মার্কেটের ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। একেতো করোনার কারণে বেচাকেনা কম, তার ওপর বৃষ্টি। এতে ক্রেতাদের আগমন আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েন তারা। করোনার কারণে গত চার মাসেরও বেশি সময় ব্যবসা তলানিতে বলে জানালেন নিউ মার্কেট মসজিদ মার্কেটের গার্মেন্টস পোশাক বিক্রেতা আবদুস সোবহান তালুকদার। তিনি বলেন, 'রোজার ঈদে \হসারাবছরের অন্যান্য সময়ের চেয়ে বেশি বেচাকেনা ও লাভ হয়। কিন্তু এবার করোনার কারণে তা হয়নি। এখন কোরবানির ঈদে কিছু বেচাকেনা শুরু হলেও বৃষ্টি হলেই বেচাকেনা শূন্যের কোটায় নেমে আসে। রাজধানীর কারও জানতে বাকি নেই যে, বৃষ্টি হলেই নিউ মার্কেটের বাইরের রাস্তা এমনকি মার্কেটের ভেতরেও জলাবদ্ধতা দেখা দেয়।