খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশ | ০৫ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা ইয়ামিন (১৩) নামে তার বন্ধু আহত হয়েছে। জানা যায়, রাতে খিলগাঁও ফ্লাইওভারের ওপর নতুন ইউলুপে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলে থাকা দুইজনই ছিটকে পড়ে যায়। পরে ফ্লাইওভারের ওপর থাকা দুইজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মাহমুদুরকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির অবস্থাও গুরুতর। মুমূর্ষু অবস্থায় সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। খিলগাঁও থানার এসআই শ্রী নিবাস মিস্ত্রি জানান, নিহত মাহমুদের বাবা বিলস্নাল হোসাইন লালবাগ থানার এসআই হিসেবে কর্মরত। তার বাবার ব্যবহূত মোটরসাইকেল নিয়ে সার্ভিসিংয়ে জন্য যাওয়ার কথা ছিল। কিন্তু সে তা না করে বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হয়। পরিবারের আবেদনের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই সোমবার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাহমুদুরের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার বাসাবাড়িয়া গ্রামে। পরিবারের সঙ্গে খিলগাঁওয়ের তারাবাগ এলাকায় থাকত। সে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।