বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোভিড-১৯, সাবেক আইন সচিব দুলালের মৃত্যু

যাযাদি রিপোর্ট
  ০৭ আগস্ট ২০২০, ০০:০০
আপডেট  : ০৭ আগস্ট ২০২০, ১০:৩৯
মো. জহিরুল হক দুলাল

আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত ১১টা ২০ মিনিটে \হবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। ২০১৫ সালের ২ ফেব্রম্নয়ারি থেকে আইন সচিবের দায়িত্বে ছিলেন দুলাল। চাকরির মেয়াদ শেষ হলে ২০১৭ সালের ৭ আগস্ট তার অবসরোত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য চুক্তিতে একই পদে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালের ৭ আগস্ট তার চুক্তির মেয়াদ শেষ হয়। ১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্ম নেওয়া দুলাল স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন। তার মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ লিমন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জহিরুল হক দুলালের মৃতদেহ তার গ্রামের বাড়ি শাহজাদপুর উপজেলার শেরখালিতে তার বাড়িতে নেওয়া হয়েছে। জোহরের পর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে