মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে আ'লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৭ আগস্ট ২০২০, ০০:০০
আপডেট  : ০৭ আগস্ট ২০২০, ১০:৪০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হচ্ছে -যাযাদি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত ও টেঁটাবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উচিতপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামে দুদফা সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহতের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং উচিতপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের বড় ভাই। উচিতপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হানিফ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রম্নপের সঙ্গে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উচিতপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হানিফের সাথে উচিতপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জেরে বুধবার সন্ধ্যায় হানিফ মেম্বার তার দলবল নিয়ে জাফরের বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এদিকে ৬ আগস্ট বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফের হামলা চালানো হয়। এতে আনোয়ার নিহত হন। আহতদের একজনকে ঢাকায়, বাকিদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম আনোয়ারের মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে