শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লেবাননের শোকার্ত জনগণের প্রতি সমবেদনা মির্জা ফখরুলের

যাযাদি রিপোর্ট
  ০৭ আগস্ট ২০২০, ০০:০০
ফখরুল ইসলাম আলমগীর

লেবাননের বৈরুতের বন্দর এলাকায় প্রচন্ড বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনা হৃদয়বিদারক-মর্মস্পর্শী উলস্নখ করে এ ঘটনায় লেবাননের শোকার্ত জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এ ঘটনায় অনেকে নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ইতিহাসে এ ভয়ঙ্কর বিস্ফোরণের নজির পাওয়া দুষ্কর। বিস্ফোরণের প্রচন্ড শব্দে পুরো বৈরুত কেঁপে ওঠে, বিভিন্ন ভবনের জানালা ও দরজার কাঁচ ভেঙে যায় এবং অনেক ভবনের বেলকোনি ধসে পড়ে। আগুনের কুন্ডলী ও ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এ ক্রান্তিকালে লেবাননবাসী ও তাদের সরকার যে অসীম ধৈর্য্যধারণ করে পরিস্থিতি সামাল দিচ্ছে, তা নিঃসন্দেহে বিশ্বসম্প্রদায়কে অনুপ্রাণিত করবে।

লেবাননের শোকার্ত জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, লেবাননের সরকার ও জনগণ অতিদ্রম্নত এ সংকট কাটাতে সক্ষম হবে। এ মর্মান্তিক বিস্ফোরণে লেবাননবাসীর বেদনার সঙ্গে তিনিও সমব্যথী। চারজন বাংলাদেশিসহ যারা ওই বিস্ফোরণে নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক জানানোর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন সদস্যসহ চার সহস্রাধিক আহত মানুষের আশু সুস্থতা কামনা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107971 and publish = 1 order by id desc limit 3' at line 1