মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গুজব রটিয়ে সরকার হটানো যাবে না :ওবায়দুল কাদের

যাযাদি রিপোর্ট
  ০৮ আগস্ট ২০২০, ০০:০০

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহত হওয়ার ঘটনাকে কেউ কেউ সরকার পতনের 'ইসু্য' করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে শেখ হাসিনা সরকারের শেকড় এ দেশের মাটির অনেক গভীরে প্রোথিত জানিয়ে তিনি বলেন, গুজব রটিয়ে কিংবা অপপ্রচার চালিয়ে সরকারকে হঠানো যাবে না। শুক্রবার সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, একটি অশুভ চক্র নানা ইসু্যতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। সাবেক সেনা সদস্য মেজর রাশেদের মর্মান্তিক ঘটনা ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ এসব অপচেষ্টা বিষয়ে সচেতন রয়েছে। গুজব রটিয়ে, অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। গুজব রটনাকারী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার কারও হাতে ইসু্য তুলে দেবে না, তাৎক্ষণিক ব্যবস্থার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হচ্ছে। মেজর সিনহা হত্যাকান্ডের বিচারের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। এরইমধ্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, তদন্ত শুরু হয়েছে। অনেকে গ্রেপ্তার হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন হবে। এবারের ঈদযাত্রায় ফেরিঘাটের সমস্যা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া অন্য সব মহাসড়কে ভ্রমণ স্বস্তিদায়ক ছিল উলেস্নখ করে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সব দপ্তর ও সংস্থায় কর্মরতদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, পদোন্নতি, পদায়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতার পাশাপাশি পারফরম্যান্সও মূল্যায়ন করা হবে। ভালো কাজ করলে পুরস্কৃত করা হবে এবং মন্দ কাজের জন্য তিরস্কারসহ চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এ সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের হারও বেশি দেখা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে নুতন করে করোনার সংক্রমণ দেখা দিয়েছে। তাই মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখালে চলবে না। আদালত খুলে দেওয়া প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জনস্বার্থ এবং বিচারপ্রার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে নিম্ন আদালতে বিচারকাজ শুরু হয়েছে। বিচারালয় স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহ্‌বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে