পুলিশ নিজেদের ওয়েস্টার্ন ছবির হিরো ভাবছেন : সোহেল

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, জাতীয় নির্বাচনের আগের রাতে ফিল্মী কায়দায় যে পুলিশ বাহিনী বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, নির্বাচনের পর সেই পুলিশ বাহিনীর কর্মকর্তারা এখন নিজেদের ওয়েস্টার্ন ছবির হিরো ভাবছেন। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 'জননেতা শফিউল বারী বাবু স্মৃতি সংসদ' এর উদ্যোগে প্রয়াত শফিউল বারী বাবুর স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব বলেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দলের মুস্তাফিজুর রহমান, গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ বক্তব্য রাখেন। হাবিব উন নবী খান সোহেল বলেন, মানুষের জীবন বাঁচানো যাদের কাজ, তারা এখন মানুষের জীবন কেড়ে নেওয়ার কাজে ব্যস্ত। তাদের ব্যস্ততাই থাকে কাকে ফাঁসানো যায়, কীভাবে টাকা-পয়সা আয় করা যায়। এই অবস্থার একটি বিহিত হওয়া দরকার। টেকনাফ-কক্সবাজারের যে ঘটনাটি ঘটেছে তার বিচার যেন হয়। এই বিচার নিয়ে কোনো টালবাহানা, কোনো রকম গড়িমসি সহ্য করা হবে না। 'সিনহা হত্যার ঘটনাকে কেন্দ্র করে কেউ কেউ সরকার হটানোর দিবা স্বপ্ন দেখছে'- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, দেশে আদৌও কোনো সরকার নেই। একজন চেয়ারে বসে আছেন জোর করে। আর কিছু মন্ত্রীর চেয়ার রেখেছেন। এসব আইওয়াশ। যিনি ক্ষমতায় বসে আছেন ওই চেয়ারটায়, তার পেছনে সুতা আছে। এই সুতার মাথা দেশে নাই, অন্য দেশে আছে। সুতাগুলো কেটে দিয়ে ওই চেয়ারটায় একটা জোরে ধাক্কা দিলে কি হবে? 'দড়ি ধরে মারো টান, রাজা বা রানি হবে খান খান'। সময় খুব কাছে চলে এসেছে বেশি দিন আর নেই, অপেক্ষা করেন।