রাজধানীতে স্বাস্থ্যবিধি মানছে না গণপরিবহণ

প্রকাশ | ১০ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহণে অর্ধেক যাত্রী বহনের নিয়ম থাকলেও মানা হচ্ছে না তা। ছবিটি রোববার রাজধানীর মতিঝিল থেকে তোলা -স্টার মেইল
অতিরিক্ত যাত্রী বহন, এক সিটে একাধিক যাত্রী নেওয়া, ড্রাইভার, কন্ডাক্টর, হেলপার স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক গলায় ঝুলিয়ে রাখা, গাড়িতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করে বা হ্যান্ড গস্নাভস না পরে ভাড়া আদায় করা হচ্ছে রাজধানীর অনেক গণপরিবহণে। রোববার রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাস্ক না পরে গাড়ি চালানো ও স্বাস্থ্যবিধি অমান্যসহ বিভিন্ন অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়। এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান বলেন, আমাদের এই অভিযান সাধারণ মানুষকে সতর্ক করার জন্য। যে সমস্ত ড্রাইভার, হেলপার ও বাসযাত্রী মুখে মাস্ক না পরছেন তাদের গাড়ি থেকে নামিয়ে আমরা মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশ দিচ্ছি। তিনি আরও বলেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু জরিমানাও করা হচ্ছে। এই পর্যন্ত সব মিলিয়ে ৮-১০ জনকে জরিমানা করা হয়েছে, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আমার সঙ্গে পুলিশ ও ট্রাফিক পুলিশের একটি দল সহযোগিতা করে। এদিকে, নিজের অপরাধ স্বীকার করে মৌমিতা বাসের চালক মুন্না বলেন, করোনাকালে এই প্রথম মাস্ক ছাড়া গাড়ি চালিয়েছি। এজন্য আমাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে কথা দিচ্ছি আর কোনোদিন মাস্ক ছাড়া গাড়ি চালাব না। মিরপুর ট্রাফিক জোনের সার্জেন্ট রইছ উদ্দিন বলেন, প্রায়ই গাড়ির ড্রাইভার হেলপার ও অনেক যাত্রী এখনো মাস্ক ছাড়া যাতায়াত করছে। তাদের নামিয়ে জরিমানা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার। এমন অভিযান অব্যাহত থাকলে জনগণ সতর্ক হবে।