করোনা উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

প্রকাশ | ১৬ আগস্ট ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক

কুমিলস্না মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃতু্য হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন নারী। হাসপাতালটির করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৫১ জন। শনিবার সকালে কুমিলস্না মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, দুই নারীসহ মারা যাওয়া ছয়জনের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। তার নাম আবদুল হাকিম (৭০)। তিনি কুমিলস্নার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও এলাকার বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মৃতরা হলেন- কুমিলস্না সদর উপজেলার সুরুজ মিয়ার স্ত্রী আনজুয়ারা (৩০), দাউদকান্দি উপজেলার খোরশেদ আলমের স্ত্রী হোসনেয়ারা (৫৮), বরুড়া উপজেলার মৃত বাদশা মিয়ার ছেলে দেলোয়ার হোসাইন (৬০), চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম (৭০) ও চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মৃত আমির আলীর ছেলে মানিক (৫৫)। কুমিলস্না সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কুমিলস্নায় এখন পর্যন্ত ছয় হাজার ১৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।