৩০০ আসনেই নিবার্চন করার প্রস্তুতি জাপার

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
জাতীয় পাটির্র প্রেসিডিয়াম এবং সংসদ সদস্যদের যৌথসভায় এখন থেকেই একাদশ জাতীয় সংসদ নিবার্চনের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ৩০০ আসনেই নিবার্চন করার প্রস্তুতি নেয়ারও সিদ্ধান্ত হয়েছে। সভায় বলা হয়েছে, নিবার্চনে কোনো দল অংশগ্রহণ করুক বা না করুক সে দিকে জাতীয় পাটির্ ফিরে তাকাবে না। তবে নিবার্চনে অংশগ্রহণ করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিবার্চন অনুষ্ঠানের নিশ্চয়তা থাকতে হবে। সভায় বলা হয়- জাতীয় পাটির্ অন্য কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আর ব্যবহৃত হবে না। আগামী নিবার্চনের মাধ্যমে জাতীয় পাটির্ নিজেরাই ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে কাজ করে যাবে। তার জন্য সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়া হয়। সভায় যেসব জেলা কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে সেখানে সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্মেলন সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আরও বলা হয়, নিবার্চনের জন্য উপজেলা, ইউনিয়ন ও ওয়াডর্ পযার্য় কমিটি গঠন বাদেও ভোটকেন্দ্রভিত্তিক কমিটিও গঠন করতে হবে। আগামী ৮ সেপ্টেম্বর ইঞ্জিনিয়াসর্ ইন্সটিটিউটে জাতীয় পাটির্র বধির্ত সভায় পাটির্র কমর্সূচি অবহিত করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতীয় পাটির্র চেয়ারম্যানের বনানীর কাযার্লয়ের মিলনায়তনে জাতীয় পাটির্র চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে প্রেসিডিয়াম এবং সংসদ সদস্যদের এই যৌথসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে চেয়ারম্যানের রাজনৈতিক ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সাইফুল্লাহ আল মুনিরের উপস্থাপনায় “পল্লীবন্ধুর হাত ধরে আর একবার” শিরোনামে নিবার্চনে জাতীয় পাটির্র করণীয় ও কমের্কৗশল সম্পকির্ত তথ্যচিত্র প্রদশর্ন করা হয়। সভায় উপস্থিত ছিলেন- পাটির্র সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব-এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য- ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, এমএ সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মো. হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম মোহাম্মদ কিবরিয়া টিপু, আলহাজ সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, নুর-ই-হাসনা লিলি চৌধুরী এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।