টেস্টটিউব সিংহশাবক

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বিশ্বে প্রথমবারের মতো জন্ম নিল টেস্টটিউব সিংহশাবক। দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে জন্মানো এ সিংহশাবক দুটির একটি ছেলে ও অপরটি মেয়ে। বলা হচ্ছে, রয়েল বেঙ্গল টাইগার, তুষার চিতাসহ বিভিন্ন বিপন্ন বিড়াল প্রজাতিকে বিলুপ্তির কবল থেকে রক্ষায় কাযর্কর ভূমিকা পালন করবে এ পদ্ধতি। দক্ষিণ আফ্রিকার ইউনিভাসিির্ট অব প্রিটোরিয়ার একদল গবেষক বিড়াল প্রজাতির এ কৃত্রিম প্রজনন বিষয়ক গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেন। তারা একটি পুরুষ সিংহের স্পামর্ নিয়ে একটি নারী সিংহের ভেতর স্থাপন করেন। প্রায় সাড়ে তিন মাস পর নারী সিংহটি দুটো স্বাস্থ্যবান শাবক জন্ম দেয়। ইউনিভাসিির্টর প্রফেসর আন্দ্রে গান্সউইন্দ বলেন, মানুষের নানা কমর্কাÐের কারণে জৈববৈচিত্র্য আজ হুমকির মুখে। বিগ ক্যাট বা বড় বিড়াল প্রজাতিগুলোও এতে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে অনেকে বিলুপ্তির দ্বারপ্রান্তে। এদের বিলুপ্ত হওয়া ঠেকাতেই আমাদের এই গবেষণা।