আন্তজাির্তক স্টিল কনফারেন্স শুরু চট্টগ্রামে

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
চট্টগ্রাম নগরের পঁাচ তারকা হোটেল রেডিসন বøু চিটাগাং বে ভিউর মেজবান হলে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তজাির্তক স্টিল কনফারেন্স। স্টিল ইউজারস ফেডারেশন অব ইন্ডিয়ার (সুফি) সহযোগিতায় মুম্বাইয়ের স্টিল গ্রæপ এ কনফারেন্সের আয়োজন করে। বুধবার সকাল পৌনে ১০টায় কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। গেস্ট অব অনার ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, মানসম্পন্ন স্টিল উন্নয়নের পূবর্শতর্। বাংলাদেশে উন্নয়নের চলমান মহাযজ্ঞের কারণে স্টিলের চাহিদা ও উৎপাদন দুটোই বেড়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক আমির হোসেন সোহেল, বিএসআরএম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমির আলীহোসাইন, নিবার্হী পরিচালক তপন সেনগুপ্ত, আরএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক মারজানুর রহমান, ইক্যুইটি প্রপাটির্ ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী আইনুল হক প্রমুখ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জামাির্ন, চীন, জাপান, ভিয়েতনাম, রাশিয়া, বেলজিয়াম, অস্ট্রিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্টিল খাতের প্রতিনিধিরা কনফারেন্সে অংশ নিচ্ছেন। কনফারেন্স ঘিরে বিভিন্ন দেশের যন্ত্রপাতি সরবরাহকারী, পরামশর্ক, উৎপাদক, ব্যবহারকারী ও অথর্লগ্নিকারী প্রতিষ্ঠানের স্টল দেয়া হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কারি মোহাম্মদ ইব্রাহিম। উপস্থাপনায় ছিলেন স্মিতা চৌধুরী। দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে লোহা ও স্টিলের বিশ্ববাজার পরিস্থিতি, সবের্শষ প্রযুক্তি, বতর্মান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ, সমাধান, স্ক্র্যাপ হ্যান্ডলিং ও রিসাইক্লিং, মাকের্ট ট্রেন্ড, ঝুঁকি ইত্যাদি বিষয়ভিত্তিক আলোচনা।