আবরার হত্যা

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
আবরার ফাহাদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঢাকার এক নম্বর দ্রম্নত বিচার ট্রাইবু্যনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে দুপুর ১২টার দিকে শুনানি হয়। এদিন শুরুতেই মামলায় নিযুক্ত চিফ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও বুয়েট কর্তৃপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুলস্নাহ ভূঞা ৩০২ ধারায় হত্যার অভিযোগ গঠনের আর্জি জানান। এরপর আসামিপক্ষের আইনজীবীরা ধারাবাহিকভাবে অব্যাহতির (ডিসচার্জ) আবেদনের উপর শুনানি করেছেন। এর আগে গত ৯ আগস্ট ঢাকার এক নম্বর দ্রম্নত বিচার ট্রাইবু্যনা?লের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান অভিযোগ গঠ?নের জন?্য ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। গত ২২ মার্চ এই আদালতে মামলাটি বিচারের জন্য বদল হয়ে আসে। ওই দিনই আদালত অভিযোগ গঠ?নের জন?্য ৬ এপ্রিল দিন ধার্য ক?রে। তবে করোনা পরিস্থিতিতে আদালত বন্ধ হয়ে গেলে সেই শুনানি আর হয়নি। গত ১৭ ফেব্রম্নয়া?রি মামলা?টি দ্রম্নত বিচার ট্রাইব?ু্যনা?লে স্থানান্ত?রে আবরা?রের বাবা বরকতউলস্নাহ সরকা?রি দপ্তরে চি?ঠি দেন। পরে গত ১৫ ম?ার্চ মামলা?টি দ্রম্নত বিচার ট্রাইব?ু্যনাল এক নম্বরে স্থানান্ত?রের আদেশ দি?য়ে গে?জেট প্রকাশ ক?রে আইন মন্ত্রণালয়। গে?জে?টের পর গত ১৮ মার্চ ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কা?য়েশ মামলা?টি এক নম্বর দ্রম্নত বিচার ট্রাইব?ু্যনা?লে স্থানান্ত?রের আদেশ দেন। এর মধ্যে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য তিন সদস্যের প্রসিকিউশন প্যানেলও ঘোষণা করা হয়। মোশারফ হোসেন কাজলকে চিফ স্পেশাল পাবলিক প্রসিকিউটর এবং এহসানুল হক সমাজী ও মো. আবু আব্দুলস্নাহ ভূঞাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত বছরের ১৩ ন?ভেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল ক?রেন গো?য়েন্দা পু?লিশের (ডি?বি) লালবাগ জোনাল টি?মের প?রিদর্শক মো. ওয়া?হিদুজ্জামান। প?রে ১৮ নভেম্বর অভিযোগপত্র গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা অনুযায়ী গ্রেপ্তার কর?তে না পারায় গত ৩ ডি?সেম্বর তা?দের সম্পদ ক্রো?কের নি?র্দেশ দেওয়া হয়। ৫ জানুয়া?রির মধ্যে ক্রোকি প?রোয়ানা তা?মি?লের নি?র্দেশ দেওয়া হ?য়ে?ছিল। এরপর গত ৫ জানুয়া?রি পলাতক আসা?মি?দের হা?জি?র হওয়ার জন্য বিজ্ঞ?প্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। বিজ্ঞ?প্তি প্রকা?শের বিষ?য়ে প্রতিবেদন দা?খি?লের এক?দিন আগে মোর্শেদ অমর্ত্য ইসলাম না?মে পলাতক এক আসা?মি আদাল?তে আত্মসমর্পণ ক?রে জা?মিন আবেদন ক?রেন। আদালত জা?মিন আবেদন নামঞ্জুর ক?রে তা?কে কারাগা?রে পাঠায়।