বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনহা হত্যা মামলায় আরেক পুলিশ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
†MÖßvi cywjk m`m¨ iæ‡ej kg©v

কক্সবাজারে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যায় জড়িত সন্দেহে রুবেল শর্মা নামে পুলিশের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছের্ যাব। আটককৃত ব্যক্তি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের খুব ঘনিষ্ঠ সহযোগী। সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজারে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়েছে। কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তার্ যাবের এএসপি খাইরুল ইসলাম জানান, মেজর সিনহা হত্যা মামলায় আটক রুবেল শর্মার সম্পৃক্ততা থাকতে পারে। তাই তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছি। আটক রুবেল শর্মার সম্পৃক্ততার বিষয়ে জানার জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানান এ কর্মকর্তা। তিনি আরও বলেন, মো. রাশেদ হত্যায় ইতিপূর্বে ওসি প্রদীপসহ ৭ পুলিশ, ৩ জন এপিবিএন সদস্য ও ৩ জন পাবলিকসহ ১৩ জন জেলে আছে। পুলিশের আরও একজন আটক নিয়ে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ১২ জন। উলেস্নখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। তিনি মারিশবুনিয়ার একটি পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারে ফেরার সময় এ ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে