শ্রবণশক্তি বাড়ায় যে মাস্ক!

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
করোনাভাইরাস পরিস্থিতিতে অতি আবশ্যক হয়ে উঠেছে মাস্ক। এখন কেউ হীরা দিয়েও মাস্ক বানাচ্ছেন। অনেকে নিজ পছন্দের নকশায় তৈরি মাস্ক পরছেন। এবার হাঙ্গেরিয়ার রাজধানী বুদাপেস্টের বাসিন্দা ইভান ফিশার একটি ফেস মাস্ক উদ্ভাবন করেছেন, যেটি শ্রবণশক্তিকে জোরালো করে তোলে। শব্দ-বর্ধক এই মাস্ক কান ঢেকে রাখে। মাস্কটিতে আছে হাতের মতো দেখতে পস্নস্টিকের কাপ আকৃতির দুটি অংশ। ফিশার বলেন, 'মাস্কটি দেখে মনে হবে, কান ঢেকে রেখেছে কোনো হাত। এই আইডিয়া হুট করেই আমার মাথায় আসে। নিজের উদ্ভাবিত এই মাস্ক পরলে তিনি শব্দ স্বাভাবিকের চেয়ে একটু জোরে, আরেকটু ভালোভাবে শুনতে পান। বাংলাদেশি মুদ্রায় সোয়া ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে এই মাস্ক। সূত্র :রয়টার্স