সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রায় সোয়া লাখ বছর আগের ছাপ যাযাদি ডেস্ক সৌদি আরবে ১ লাখ ২০ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ খুঁজে পাওয়ার দাবি করেছেন গবেষকরা। গবেষকরা বলছেন, উত্তর সৌদি আরবের নেফুদ মরুভূমিতে প্রাচীন পূর্বপুরুষদের ওই পায়ের ছাপের খোঁজ তাঁদের চলাচলের নতুন পথ সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। যেখানে পায়ের ছাপ মিলেছে, সেখানে একটি অগভীর হ্রদে হোমো সেপিয়েন্সের একটি ছোট্ট দল পানি পান করার জন্য থামত। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যেসব মানুষের পায়ের ছাপ মিলেছে, তারা বড় বড় স্তন্যপায়ী প্রাণী শিকার করত। তবে তারা এক জায়গায় বেশিদিন থাকত না। মানুষের পায়ের ছাপের সঙ্গে ২৩৩ জীবাশ্ম উদ্ধার করেছেন গবেষকরা। এ থেকে বোঝা যায়, এখানকার তৃণভোজীরা মাংসাশী প্রাণীর শিকার হয়েছিল। পদ্মায় ডুবে ছাত্রের মৃতু্য রাজশাহী অফিস রাজশাহীর পদ্মা নদীতে ডুবে বিবেক ঘোষ (১০) নামে স্কুলছাত্রের মৃতু্য হয়েছে। সে নগরীর কাজিহাটা এলাকার সন্তোষ ঘোষের ছেলে। বিবেক স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান, বৃহস্পতিবার দুপুরে বিবেক নগরীর শ্রীরামপুর এলাকায় নদীতে সাঁতার কাটতে নামে। এ সময় সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি ডুবুরি দল পদ্মায় তলস্নাশি করে পানির তলদেশে বিবেককে খুঁজে পায়। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রেনে কাটা পড়ে যুবক নিহত পাবনা প্রতিনিধি পাবনা সদরের টেবুনিয়া রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে রাসেল হোসেন (২০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার বেলা ৯টার দিকে টেবুনিয়া রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামের মো. তসলিম প্রামাণিকের ছেলে। ১৫ দিন আগে তার বিয়ে হয়েছিল। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে টেবুনিয়া রেলস্টেশনের দিকে রেললাইনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তঃনগর 'ঢালারচর এক্সপ্রেস' ট্রেনের নিচে কাটা পড়ে শরীর দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই রাসেলের মৃতু্য হয়। মহাসড়কের পাশে বৃদ্ধের লাশ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনুমানিক ৮০ বছর বয়সি এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় সকালে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক মহাসড়কের পাশে নারায়াণপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মন্তাজ মিয়া জানান, বুধবার সন্ধ্যায় নারায়ণপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধের গলায় লাউ গাছের বাগানের খুঁটিতে একটি রশি বাঁধা ছিল। এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।