মানিকগঞ্জে 'মলদ্বারে বাতাস ঢুকিয়ে' হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি পোশাক কারখানার কর্মীকে মলদ্বার দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে। সদর উপজেলার গোলড়া এলাকায় 'আকিজ টেক্সটাইল মিলে' এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলা দায়ের পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত জুলহাস মিয়া (৩৮) ওই মিলের পরিচ্ছনতাকর্মীর কাজ করতেন। তিনি জেলার সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে। গ্রেপ্তররা হলেন- লাবু মিয়া, সোহেল রানা, বিজয় হোসেন ও সমির আলী। মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান বলেন, 'বুধবার রাত ৯টার দিকে জুলহাস মিয়া কারখানায় কাজ করছিলেন। এ সময় কারখানার চারকর্মী জুলহাসকে ধরে নিয়ে কম্প্রেসার মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস দেয়। এ সময় জুলহাস গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অবস্থার আরও অবনতি হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে জুলহাসের মৃতু্য হয়।' এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত জুলহাসের স্ত্রী জুলেখা আক্তার বাদী হয়ে কারখানার ওই চারকর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন বলে ওসি আকবর জানান। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।