'অর্থনৈতিক মুক্তির জন্য আন্দোলন করেছেন বঙ্গবন্ধু'

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বাকশালের অর্থনীতি ছাড়া জাতির মুক্তি হবে না জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনের অন্যতম উদ্দেশ্য মানুষের অর্থনৈতিক মুক্তি। বাকশালের কর্মসূচি ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি। এটা যেদিন বাস্তবায়ন করতে পারব, সেদিন মানুষ প্রকৃত অর্থনৈতিক মুক্তি লাভ করবে। জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ও অ্যাডভোকেট সাহারা খাতুনের স্মরণসভায় অংশ নিয়ে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। জনতার প্রত্যাশা নামের একটি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি প্রমুখ। আ ক ম মোজাম্মেল হক বলেন, দেশে একটা সময় আওয়ামী লীগের নাম নেওয়া যেত না। বাকশাল ছিল একটা গালি। কিন্তু বাকশালের অর্থনীতি ছাড়া জাতির মুক্তি হবে না। ব্যক্তি মুজিবকে হত্যা করা গেলেও, বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি খুনিরা। মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, রাজনীতিতে মোহাম্মদ নাসিম এবং সাহারা খাতুন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা পূরণ হবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে যেন সোনার দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে এই দুই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।