শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূরণ হচ্ছে খুলনার সেই আঁখির স্বপ্ন

খুলনা অফিস
  ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
আঁখি

খুলনার রূপসা উপজেলার বাগমারার রূপসা চরের কিশোরী আঁখির (১৭) লেখাপড়া বন্ধ হয়ে যায় দারিদ্র্যের কশাঘাতে। করোনাভাইরাস মহামারির কারণে বিপর্যস্ত হয়ে পড়ে তার পরিবার। সেই মেয়েটি করোনা মোকাবিলায় মাস্ক তৈরি ও দরিদ্রদের কাছে কম দামে সেটি বিক্রি করার জন্য পেল জাতিসংঘের 'রিয়েল লাইফ হিরো' স্বীকৃতি। গত ১৯ আগস্ট বিশ্ব মানবিক দিবস উপলক্ষে চার বাংলাদেশিকে 'রিয়েল লাইফ হিরো' হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। অন্য তিনজন হলেন ব্র্যাকের স্থপতি রিজভী হাসান, অনুবাদক সিফাত নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসান সৈকত। অনুষ্ঠানের মাধ্যমে সেই আঁখিকে পোশাক খাতের উদ্যোক্তা বানাতে গার্মেন্ট মেশিনারিজ দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে 'সালাম মূর্শেদী সেবা সংঘ'র মাধ্যমে আঁখিকে ফ্যাটলক, ওভার লক, পেস্নন, স্টিচ ও কাটিং মেশিনসহ ১৫টি মেশিন প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালাম মূর্শেদী সেবা সংঘের চেয়ারম্যান সারমিন সালাম। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, রূপসা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি মো. কামাল উদ্দিন বাদশা, দিঘলিয়া উপজেলা আ'লীগের সভাপতি খান নজরুল ইসলাম, তেরখাদা উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, তেরখাদা উপজেলা আ'লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, তেরখাদা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোলস্না আকরাম হোসেন, দিঘলিয়া উপজেলার সামছুন্নাহার। আঁখি বলেন, 'দরিদ্রদের সহায়তা করার জন্য এত বড় স্বীকৃতি পেয়েছি। তাই সারাজীবন অসহায়দের পাশে থাকতে চাই। ভবিষ্যতে নিজের দোকানের পরিধি আরও বড় করে পরিবারের খরচ মেটানোর পাশাপাশি অসহায় মেয়েদের কাজের সুযোগ দেওয়ার ইচ্ছা আছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে