বকেয়া পাওনার দাবিতে সোয়েটার কারখানা শ্রমিকদের আল্টিমেটাম

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিট ও অর্জিত ছুটির টাকাসহ সব পাওনার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ড্রাগন ও ইম্পেরিয়াল সোয়েটার কারখানার শ্রমিকরা। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেন তারা। এ সময় প্রায় দুই শতাধিক শ্রমিক বিক্ষোভ সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, কোনো নোটিশ ছাড়া আমাদের কারখানা গত ২৬ মার্চ থেকে ৫০০ শ্রমিককে ছুটিতে রেখেছেন মালিকপক্ষ। অথচ আমাদের একটি টাকাও দেওয়া হয়নি। এর মধ্যে দু'টি ঈদ চলে গেছে উৎসব ভাতাও পাইনি। সেলিম নামে এক শ্রমিক বলেন, আমাদের পাওনা টাকার বিষয়ে ছয় বার মিটিং হলেও কোনো সুরাহা হয়নি। আমরা বেকার অবস্থায় অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছি। আমরা পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি। সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন বলেন, বকেয়ার দাবিতে আমরা স্মারকলিপি দিয়েছি এর উত্তর পাইনি। বার বার আমাদের আশ্বাস দিয়েও পাওনা টাকা দিচ্ছে না মালিকপক্ষ। কোন বলে এমনটা করছে সেটা দেখতে হবে। সোমবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন, উৎসব ভাতা, সার্ভিস বেনিফিটের টাকা পরিশোধ করা না হলে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ভুখা মিছিল করা হবে।