নিয়োগপত্রের দাবিতে রি-রোলিং মিল শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক দেওয়াসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট। রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের সভাপতি ইমাম হোসেন খোকন বলেন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিকরা প্রচন্ড উত্তাপের মধ্যে কাজ করেন। তাদের কাজ খুবই ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। একটু অসতর্ক হলেই বড় দুর্ঘটনা ঘটে যায়। অথচ এসব শ্রমিকের নূ্যনতম সুরক্ষা নেই, কারখানাগুলোতে শ্রমিক ছাঁটাই থেমে নেই। যে কোনো সময় কারখানা বন্ধ করে দেওয়া হয়। তাদের নিয়োগপত্র না থাকায় তারা আইনের আশ্রয় নিতে পারেন না। কর্মক্ষেত্রে তারা আহত হলে চিকিৎসা সহায়তা বা ক্ষতিপূরণ থেকে তারা বঞ্চিত হন। তিনি বলেন, এসব কারখানায় নিরাপত্তা বলতে কিছু নেই। শ্রম আইন ২০০৬ (অদ্যাবধি সংশোধিত)-এর দ্বিতীয় অধ্যায়ে নিয়োগ ও চাকরির শর্তাবলি উলেস্নখ আছে কিন্তু এ আইন মানা হয় না। আমরা শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক দেওয়াসহ শ্রম আইন বাস্তবায়নের জোর দাবি জানাই। সমাবেশ শেষে তাদের দাবির বিষয়ে শ্রমিক ফ্রন্টের নেতারা কলকারখানা ও প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেন।