তিতাসের ৪ প্রকৌশলীকে গ্রেপ্তারের প্রতিবাদ আইইবির

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
নারায়ণগঞ্জের পশ্চিম তলস্নার মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের চার প্রকৌশলীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি)। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আমরা পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি, দেশে সুনামের সঙ্গে কর্মরত প্রকৌশলীরা বিভিন্নভাবে নির্যাতন ও মানসিক অত্যাচার, গ্রেপ্তার রিমান্ড ও হত্যাকান্ডের শিকার হচ্ছেন।' রোববার প্রকৌশলী শীর্ষ এই সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চারজন সম্মানিত প্রকৌশলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির তদন্তে এসব প্রকৌশলীর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তারপরও এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া তাদের গ্রেপ্তার, দুই দিনের রিমান্ড মঞ্জুর ও হাতকড়া পরানো হয়েছে, যা সারাদেশের প্রকৌশলী সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এই সমস্ত নির্দোষ প্রকৌশলীকে সামাজিক ও পারিবারিকভাবে হেনস্তা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আটজনকে গ্রেপ্তারের পর শনিবার নারায়ণগঞ্জ সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিআইজি মাঈনুল হাসান বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় গাফিলতি থাকায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সাময়িক বহিষ্কৃত তিতাসের এই আট কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়েছে। মামলার তদন্তের কাজ অগ্রসর হয়েছে। তিতাসের কর্মকর্তাদের অবহেলার বিষয়টি তদন্তে উঠে এসেছে।