শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চিরায়ত চিকিৎসা পদ্ধতিকে মূলধারায় আনার আহ্বান স্বাস্থ্য

মহাপরিচালকের
  ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ২২ সেপ্টেম্বর ২০২০, ১০:২৭
রোববার রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ডাক্তারদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম -বিজ্ঞপ্তি

সরকারের নির্বাচনী অঙ্গীকার মোতাবেক চিরায়ত চিকিৎসা পদ্ধতিকে মূল ধারায় আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। রোববার রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ডাক্তারদের পাঁচ দিনব্যাপী ট্রিটমেন্ট গাইড লাইনের ওপর প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের সেবা প্রচার ও প্রসারের জন্য আরও কাজ করে যেতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এ বিষয়ে এবং এএমসির শিক্ষা ও চিকিৎসাসেবা উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য তিনি পরিচালক ও লাইন ডিরেক্টরকে ধন্যবাদ জানান। উদ্বোধনকালে তিনি আগত চিকিৎসকদের বিভিন্ন সমস্যাদি শোনেন এবং প্রতিকূলতার মাঝেও দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) ডা. মনোয়ারা সুলতানা, জনস্বাস্থ্য ইন্সটিটিউট মেডিকেল উইংয়ের উপ-পরিচালক ডা. শাহ্‌ মাহ্‌ফুজুর রহমান, সহকারী পরিচালক ডা. ফারহানা, ডিপিএম (ইউনানী) ডা. আবু বকর সিদ্দিক এবং ডিপিএম (হোমিও) ডা. মো. কামরুল কায়েস। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে