চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে যুবক হত্যা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে অজ্ঞাতনামা এক যুবককে (২৫) হত্যা করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার সকালে রেলওয়ে পুলিশ গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে এই যুবকের লাশ উদ্ধার করে। রেলপুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা গেছে, সোমবার রাত সোয়া আটটার দিকে মোহনগঞ্জ রেলস্টেশন থেকে ১০০ গজ দূরে স্টার্টার সিগন্যালের সামনে রেলওয়ে গোরস্থানের কাছে মহুয়া এক্সপ্রেসের ছাদ থেকে যুবকটিকে ফেলে দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গুরুতর আহত যুবকটি প্রায় ৩০ মিনিট রেললাইনের উপর পড়েছিল। পরে পার্শ্ববর্তী জামিয়া মদিনাতুল উলুম আলহাজ্ব আকবর হোসেন কওমী মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্তব্যরত ডাক্তার যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলেও কেউ নিয়ে যায়নি। ফলে বিনা চিকিৎসায় রাত একটার দিকে তার মৃতু্য হয়। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুলস্নাহ মিয়া জানান, পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। উলেস্নখ্য, ২০১৮ ও ২০১৯ সালে এই ঢাকা-ময়মনসিংহ রেলপথে কাওরাঈদ, মশাখালী, গফরগাঁও, ধলা ও বালিপাড়া এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ছিনতাই, ছিনতাই শেষে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে যাত্রীদের হত্যা করার একাধিক ঘটনা ঘটেছে।