সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
১০০ ফুট সুড়ঙ্গ খুঁড়ে কয়েদির পলায়ন! যাযাদি ডেস্ক ইন্দোনেশিয়ার জেল থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেছেন এক মৃতু্যদন্ডপ্রাপ্ত কুখ্যাত মাদক পাচারকারী। ১৮ সেপ্টেম্বর রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি কারাগার থেকে ১০০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছেন তিনি। কাই জি ফান নামের ওই চীনা মাদক পাচারকারীর এমন কান্ডে হতবাক জাকার্তার তাংগেরাং জেল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালে ১১০ কেজি মেথামফেটামিন ড্রাগ পাচার করতে গিয়ে ধরা পড়েন কাই জি ফান। বিচারে তার মৃতু্যদন্ড দেয় আদালত। এরপর থেকেই তাকে রাখা হয়েছিল জাকার্তার ওই জেলে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি শাবল, ছেনি, স্ক্রু ড্রাইভার উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, ওইসব যন্ত্র কাজে লাগিয়েই সুড়ঙ্গ খুঁড়েছিলেন কাই জি। বিদু্যৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃতু্য যাযাদি রিপোর্ট রাজধানীর শাহবাগের আনন্দবাজার এলাকায় বিদু্যৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২২) নামের এক যুবকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। নিহতের সহকর্মী ফারুক হোসেন জানান, আনন্দবাজারে জুতা তৈরির কারখানায় বৈদু্যতিক তারের সঙ্গে লেগে বিদু্যৎস্পৃষ্ট হয় হৃদয়। অচেতন অবস্থায় তাকে দ্রম্নত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, হৃদয় কিশোরগঞ্জ জেলার ভৈরবের রসুলপুর গ্রামের খোরশেদ হোসেনের ছেলে। বর্তমানে তিনি ওই কারখানাতেই থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মাথাবিহীন লাশ উদ্ধার যাযাদি ডেস্ক পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার সকালে উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের বারানী খালের কাওসার ফরাজির মসজিদের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স ৩০ বছর বলে পুলিশ ধারণা করলেও তার নাম-পরিচয় জানাতে পারেনি। ওসি বলেন, স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাবিহীন এক যুবকের লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযানে আটক ৬ ছিনতাইকারী যাযাদি রিপোর্ট পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ছয় ছিনতাইকারীকে আটক করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র?্যাব-১০)। মঙ্গলবার দুপুরের্ যাব ১০-এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলো যাত্রাবাড়ী থেকে মো. ফারুক (১৯), মো. হৃদয় (১৯), মো. শিপন (২০)। সিদ্ধিরগঞ্জ থেকে মো. জাহিদ (১৯), মো. সেলিম (২৮) এবং মো. আরশাদ (১৯)। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান জানান, আটক আসামিরা দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ ও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারাল চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় ছিনতাই মামলা হয়েছে।