ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রেজারার হলেন অধ্যাপক মোশারফ হোসেন

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৪

অনলাইন ডেস্ক
মো. মোশারফ হোসেন

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে গত ২০ সেপ্টেম্বর যোগদান করেন অধ্যাপক মো. মোশারফ হোসেন সরকার। মো. মোশারফ হোসেন সরকার ২০১৬ সাল থেকে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে অধ্যাপনার পাশাপাশি ভারপ্রাপ্ত ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সরকারি সংস্থার হিসাব ও আর্থিক বিভাগের প্রধানের দায়িত্বসহ প্রশাসনিক ও আর্থিক ক্ষেত্রে প্রায় ২৫ বছরের অধিক অভিজ্ঞতা রয়েছে তার। উলেস্নখ্য, মো. মোশারফ হোসেন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) ও এম.কম. (ফাইন্যান্স) এবং ট্রিনিটি বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ ডিগ্রি অর্জন করেন। তিনি একজন ঈবৎঃরভরবফ এবহবৎধষ অপপড়ঁহঃধহঃ (ঈএঅ) এবং ঞযব ওহংঃরঃঁঃব ড়ভ ঈবৎঃরভরবফ অপপড়ঁহঃধহঃং ড়ভ ইধহমষধফবংয এর ঋবষষড়ি (ঋঈএঅ)। তাছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে পোস্ট ডিপেস্নামা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট এবং একাডেমি ফর পস্নানিং অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপেস্নামা ইন ডেভেলপমেন্ট পস্নানিং ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি