নালিয়ার বিলে ফুটেছে অপরূপ লালপদ্ম

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

এস আর এ হান্নান, মহম্মদপুর (মাগুরা)
বর্ষা শেষে শরতের আগমনে অপরূপ রূপমহিমা এখন প্রকৃতিতে। দিগন্তবিস্তৃত জলাশয়ে সবুজ পাতার জমিনে ফুটেছে লাল পদ্মফুল। মাগুরার নালিয়ার বিলে প্রাণের আবেগে পদ্মফুল নিয়ে বুধবার দুরন্তপনায় মেতেছে এক শিশু -যাযাদি

প্রকৃতির অপরূপ সৌন্দর্য লালপদ্ম ফুল। এই লালপদ্ম ফুল শরতের প্রকৃতিকে সাঁজিয়েছে নবরূপে। রক্ত আভায় রঙিন হয়ে উঠেছে দিগন্ত বিস্তৃত বিল। এ যেন একখন্ড রঙিন বাংলাদেশ। দৃষ্টিনন্দন এই দৃশ্য যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে আকৃষ্ট করবে। নজরকাড়া এই ফুল ফুটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের নালিয়ার বিলে। বিশালাকৃতির এই বিলজুড়ে লালপদ্ম ফুলের অপরূপ সমাহার সত্যিই উপভোগ্য। শরৎ ঋতুতে সৌন্দর্য আর শুভ্রতার প্রতীক নিয়ে হাজির হয় লালপদ্ম ফুল। এই ঋতুতেই নিজের রং, রূপ ও বৈচিত্র্য অকাতরে বিলিয়ে দেওয়ার জন্য ফোটে লালপদ্ম। জলাভূমিকে দেয় আকর্ষণীয় এক নতুন মাত্রা। পানির উপর বিছানো সবুজ পাতা ভেদ করে হেসে ওঠে চারপাশ রক্তাভা ছড়িয়ে দেয় লালপদ্ম। বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, উপজেলার নালিয়ার বিলের মনোমুগ্ধকর সৌন্দর্য। যেন লালপদ্মের মেলা বসেছে। দূর থেকে যেন হাত বাড়িয়ে পথচারীদের ডাকে লালপদ্ম ফুলেরা। যে দৃশ্য যে কোনো মানুষকে আকর্ষিত করবে এবং অন্যরকম ভালো লাগার অনুভূতি ছড়িয়ে দেবে। বিলের ভেতরে সোহেল নামের স্থানীয় এক শিশু লালপদ্ম ফুল তুলতে এসে যেন মিশে গেছে লালপদ্মের সঙ্গে।