রগ কেটে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি ডেস্ক
কক্সবাজারের পেকুয়া উপজেলায় 'জমির বিরোধের জেরে' হাত-পায়ের রগ কেটে মাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় বুধবার বিকালে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাঈনুদ্দিন। নিহত শামসুন নাহার (৫২) ওই এলাকার বদিউল আলমের স্ত্রী। আটক নাসির উদ্দিনের বয়স ২০ বছর। নাসির মাদকাসক্ত বলে স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে। পরিদর্শক মাঈনুদ্দিন স্থানীয়দের বরাতে বলেন, জমির ভাগ নিয়ে বদিউল আলমের চার ছেলের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে নাসির উদ্দিন মায়ের ওপর ক্ষিপ্ত ছিলেন। তাছাড়া নাসির মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য মা পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই দ্বন্দ্ব বাধত নাসিরের। তিনি আরও বলেন, 'বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে নাসির তার মায়ের হাত-পায়ের রগ কেটে দেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়।' পরিদর্শক বলেন, পরে নাসির পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধরে পুলিশে দেয়। এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।