সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বিয়ে করলে টাকা দেবে সরকার! যাযাদি ডেস্ক বিয়ে করলেই নবদম্পতি সরকারের কাছ থেকে আর্থিক পুরস্কার পাবেন! পুরস্কারের মূল্যও কম নয়, বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৮২ হাজার টাকা। না তবে এদেশে নয়, নবদম্পতিকে বিয়ের জন্য এমন উপহার এবার থেকে দেবে জাপান সরকার। আসলে জাপানের সাধারণ মানুষের অনেকেই আজীবন অবিবাহিত থাকেন। এই কারণে অনেকেই সন্তান ধারণ করতে চান না। ফলে আশঙ্কাজনক হারে কমে গেছে দেশটির জন্মহার। আর জন্মহার বাড়াতে চালু করা প্রকল্পের আওতায় দম্পতিদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে রয়েছে শর্তও। জানা গেছে, আর্থিক সাহায্য পেতে হলে নবদম্পতি দু'জনেরই বয়স হতে হবে ৪০ বছরের কম। সেক্ষেত্রেই তারা জাপানি মুদ্রায় ৬ লাখ ইয়েন (৪ লাখ ৮২ হাজার টাকা) পুরস্কার হিসেবে পাবেন। স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃতু্যদন্ড বরিশাল অফিস যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃতু্যদন্ডের আদেশ দিয়েছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনাল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ওই আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ৬ জানুয়ারি মনির হোসেনের হিজলা উপজেলার বাউশিয়ার নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। এরপর মৃত স্ত্রী মাকসুদা বেগমের ভাই আলাউদ্দিন বাদী হয়ে ৭ জানুয়ারি হিজলা থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে ৫০ হাজার টাকা যৌতুক দিতে না পারায় কিল ঘুষি মেরে হত্যার কথা উলেস্নখ করা হয়। মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় অভিযুক্ত মনির হোসেনকে মৃতু্যদন্ডের আদেশ দেওয়া হয়। এছাড়া মৃতের শ্বশুর ও দেবরকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি তাড়াশ থেকে ভুইয়াগাতী সড়কের ধাপের ব্রিজ নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর মথুরাপুর গ্রামের শফিকুল ইসলামের একমাত্র পুত্র শাহরিয়ার হোসেন (১৬) বাইসাইকেল চালিয়ে ব্রিজের নিচে নামার সময় তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী সোনার মদিনা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহরিয়ার নিহত হয়। স্থানীয় জনতা বাসটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং লাশ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছে। শাহরিয়ার ওয়াশীন কওমি মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। ফ্লাইওভারের নিচ থেকে লাশ উদ্ধার যাযাদি ডেস্ক চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে নুরুল ইসলাম (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টায় মরদেহটি উদ্ধার করা হয়। নুরুল ইসলাম কক্সবাজারের টেকনাফ থানা এলাকার কালা মিয়ার ছেলে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, মরদেহটির চোখের ভেতর জখম ছিল। তবে মৃতু্যর কারণ জানা যায়নি। তার পরিবার থানায় এলে এ বিষয়ে ধারণা পাওয়া যাবে।