আবদুল আউয়াল মিন্টুর ছেলেকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে মাল্টিমোড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাফসির আউয়াল। নিউইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে নিজের মালিকানাধীন কোম্পানির 'কোটি কোটি টাকা লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির' অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা। \হবৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১-৩০ মিনিট পর্যন্ত তাফসিরকে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল জিজ্ঞাসাবাদ করে বলে কমিশনের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তাফসির সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি, আমার একটা পারিবারিক ঝামেলার কারণে আমার এখানে আসা হলো। এই কারণেই আমাকে ডাকা হচ্ছে। আমার ধারণা, বিষয়টি দুদক জানে না।' এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আউয়াল মিন্টুর দ্বিতীয় ছেলে তাফসির যুক্তরাজ্যে পড়াশোনা করেন। তিনি বিয়ে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর মেয়েকে। সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে বলে পারিবারিক সূত্র জানায়। তাদের একটি মেয়ে রয়েছে। তার অভিভাবকত্ব নিয়ে মা-বাবা দুইজনে লন্ডনে আদালতের দ্বারস্থ হয়েছেন। দুদকের নোটিশ পেয়েই লন্ডন থেকে দেশে ফেরেন তাফসির। তাফসিরকে গত ১০ সেপ্টেম্বর এবং এর আগে ৩১ আগস্ট দুদক ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। এরপর ২৪ সেপ্টেম্বর হাজির হতে পুনরায় তলব করে।