মুক্তিযোদ্ধাদের বিভক্ত না হওয়ার আহ্বান মোস্তাফিজুর রহমান চৌধুরীর

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

যাযাদি রিপোর্ট
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আলী আশরাফের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। একই সঙ্গে তিনি জামায়াতের ষড়যন্ত্রে মুক্তিযোদ্ধাদের বিভক্ত না হওয়ারও আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশখালী পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীসহ স্থানীয় নেতারা। এমপি মোস্তাফিজুর রহমান দাবি করেন, ওই ঘটনার সময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় ছিলেন। তারপরও যদি এ ঘটনায় কোনো মুক্তিযোদ্ধা কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে দুঃখিত। তিনি বলেন, ঘটনার পর আমি জানতে পারি, গার্ড অব অনার দেওয়ার সব রকম প্রস্তুতি নিয়ে উপজেলা প্রশাসন জানাজার স্থানে গিয়েছিল; কিন্তু একটি পক্ষ গার্ড অব অনার দেওয়া নাজায়েজ এমন ধর্মীয় ব্যাখা দিয়ে তড়িঘড়ি করে তার দাফন সম্পন্ন করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশখালী পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।